ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেথ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
ডেথ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে

সিলেট থেকে: জয়ের সুবাস পেতে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু ৪৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে হলো।

পাকিস্তানি মেয়ে দলের অধিনায়ক সানা মীরের মতে, দুদলের মধ্যে মূল পার্থক্য ছিল ডেথ ওভারে।

রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন তিনি।

সানা বলেন,‘আমরা প্রথম ১২/১৩ ওভার ভালো খেলেছিলাম। কিন্তু এরপরই ম্যাচ ঘুরে গেল। শেষ ওভারগুলোতে ওরা আরও ভালো খেলেছে। ’

পাকিস্তানি অধিনায়ক জানান,‘ডেথ ওভারে ওরা শুধু ভালো বোলিংই নয়, ব্যাটিংও ভালো করেছে। ’

বাংলাদেশের মাটিতে কেমন সমর্থন পেলেন এমন প্রশ্নে তিনি বলেন,‘খুব ভালো সমর্থন ছিল দর্শকদের কাছ থেকে। ’

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।