সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে চার ইনিংসে এসেছিল মাত্র চার ছক্কা। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংসেই হাঁকালো সমান ওভার বাউন্ডারি।
কাইসিয়া ও টেলর দুজনে মিলে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৪৩ রানে কাইসিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন জেন গুন। তিনটি চার ও দুটি ছয়ে সাজানো এই বাঁহাতির ইনিংস।
টেলর ৩৮ বলে ১২তম ফিফটি পান। তিনটি চার ও দুটি ছয়ে ৪৫ বলে ৫৬ রান করে নাতালি স্কিভারের তৃতীয় শিকার হন তিনি।
আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। তারা আটকে যায় ৭ উইকেটে ১৩৩ রানে।
ইংলিশদের হয়ে স্কিভার তিনটি ও আনিয়া শ্রুবসোল দুটি উইকেট পান।
ওয়েস্ট ইন্ডিজ দল: সাকুয়ান্না কুইন্টাইন, কিসিয়া নাইট, সাকেরা সেলমান, দিন্দ্রা ডট্টিন, কিশোনা নাইট, স্টাফানি টেলর, শ্যানেল ড্যালে, মেরিসা আগুলেইরা, আনিসা মোহাম্মেদ, শেমেইন ক্যাম্পবেল ও ট্রেমেইন স্মার্ট।
ইংল্যান্ড দল: চার্লত্তে এডওয়ার্ডস, টামসিন ব্যুমন্ট, লিডিয়া গ্রিনওয়ে, বেকি গ্রুন্ডি, জেনি গুন, ড্যানিয়েল হ্যাজেল, হিদার নাইট, আনিয়া শ্রুবসোল, সারাহ টেলর, জোডি ডিবল ও নাতালি শিভার।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪