ঢাকা: সুপার টেনের টিকিট পেলেও ট্রেনে যাত্রা শুরু হয়নি এখনো বাংলাদেশের। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মুশফিক বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। যার মধ্যে দুটি জয় ও দুটি পরাজয়।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে ক্যারিবিয়দের কোচ অটিস গিবসন সংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ভারতের স্পিনারদের কাছে কাবু হয়েছে গেইল-স্মিথ-স্যামুয়েলরা। তবে বাংলাদেশের স্পিনারদের নিয়ে শঙ্কিত নন ক্যারিবিয় কোচ। তিনি বলেন,‘আমি মনে করি শেষ ম্যাচে ভারত ভালো স্পিন বল করেছে। তার মানে এই না যে বাংলাদেশও ভালো করবে। ওদের স্পিনার নিয়ে কোনো সমস্যা হবে না। গতরাতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি ভারতের স্পিনের সঙ্গে বাংলাদেশের স্পিনে পার্থক্য রয়েছে। ’
তিনি বলেন, দলে সব ঠিক থাকলেও আত্মবিশ্বাস আরো বৃদ্ধি করা দরকার মনে করেন তিনি। ‘দলের সব ঠিকই আছে। ১৩০ রান খুব একটা বড় স্কোর না। সহজে সংগ্রহ করা যায়। আমাদের বোলিংও ঠিক ছিলো। আমাদের আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। ’
ভারতে সঙ্গে সেরা ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তাই তাদের লক্ষ্য বাংলাদেশের দিকে। ‘দলের যেসব খেলোয়াড় নিয়মিত পারফর্ম করে তারা গতকাণ দ্রুত আউট হয়ে যান। গেইল, মারলন, স্যামুয়েল ও স্যামি তাড়াতাড়ি আউট হন। আগামীকাল বাংলাদেশ আমাদের প্রতিপক্ষ দল। তাদের নিয়ে চিন্তা করছি। ’
খেলোয়াড়দের পারফর্ম নিয়ে তার কোনো অভিযোগ নেই। ছোটখাটো দু’একটি ভুল থাকতেই পারে।
তিনি আরো বলেন,‘দলে আসা করি কোনো পরিবতর্ন আসবে না। ভারতের সঙ্গে কাউন্টার এটাক করা দরকার ছিলো। মনে হয় সেরা দলটি খেলছে। এখনো আমাদের সুযোগ আছে। টি-টোয়েন্টিতে যে কোন কিছু হতে পারে। ওদের স্পিন থাকতে পারে। সেটি নিয়ে চিন্তা করছি না। আমাদের লক্ষ্য এখন বাংলাদেশ। ’
রান রেটে জিততে চান কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘রান রেটে জেতাটা বড় কথা নয়। আমরা জিততে চাই। প্রতিযোগিতাপূর্ণ খেলা খেলতে চাই। কাল আমরা ম্যাচ জেতার জন্যে নামবো।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪