সিলেট থেকে: টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে নিজেদের নিতে চায় নিউজিল্যান্ডের মেয়েরা। সেই লক্ষ্যে মঙ্গলবার এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল তারা।
সুজি বেটস ও ফ্র্যাঙ্কি ম্যাককের ফিফটিতে তিন উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করেছে ব্ল্যাক ক্যাপরা।
উদ্বোধনী জুটিতে দুই ডানহাতি ব্যাটসম্যান দারুণ খেলে গেছেন। মেয়েদের বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ ১১৬ রানের উদ্বোধনী জুটি গড়লেন সুজি ও ম্যাককে। ৩৭ বলে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে তৃতীয় ফিফটি ছুঁয়ে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করে এইমিয়ার রিচার্ডসনের শিকার হন কিউই অধিনায়ক। ৫১ বলে ১০ চারে ৬৮ রান করেন সুজি।
ম্যাককে টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটি মেরে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ম্যাককে। ৪৯ বলে ছয় চারে তার ৫১ রানে থামে রিচার্ডসনের বলে।
ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপে দ্বিতীয় সেরা দলীয় সংগ্রহে এই দুটি ব্যক্তিগত পারফরমেন্সই ছিল নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট।
এছাড়া ১৩ বলে দুটি চার ও তিনটি ছয়ে সারা মাকগ্লাশানের ৩৪ রানের ঝড় দারুণ অবদান রাখে।
নিউজিল্যান্ড দল: সুজি বেটস, নিকোলা ব্রাউন, স্যাম কুরতিস, ম্যাডি গ্রিন, হলি হাডলস্টন, হেলে জেনসেন, সারা ম্যাকগ্লাশান, ফ্রাঙ্কি ম্যাককে, কেটি মার্টিন, মরনা নিয়েলসেন, কেটি পারকিন্স ও রাচেল প্রিয়েস্ট।
আয়ারল্যান্ড দল: ইসোবেল জয়েস, সেসেলিয়া জয়েস, মেলিসা স্কট হেওয়ার্ড, এলেনা টাইস, এইমিয়ার রিচার্ডসন, লরা ডেলানি, ক্লেয়ার শিলিংটন, ম্যারি ওয়ালড্রন, লুইস ম্যাককার্থি, এমা ফ্ল্যানাগান ও লুসি ও’রিয়েলি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৪