চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই লংকান ব্যাটিংয়ে আঘাত হানলেন ইংলিশ পেসার জেডে ডার্নবাখ। তার করা বলে বাটলারকে ক্যাচ দিয়ে দলীয় মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফিরে গেছেন লংকান ওপেনার কুশাল পেরেরা।
ক্রিজে রয়েছেন হার্ডহিটার তিলকারত্নে দিলশান ও অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে।
এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২২তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
দু’দলই অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে।
এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে লংকানরা।
এর আগে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ রানে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।
অন্যদিকে, ইংল্যান্ডের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের সঙ্গে ডি/এল মেথডে ৯ রানে হেরে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
**ব্যাটিংয়ে লংকানরা
**টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড