চট্টগ্রাম: আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ একের ম্যাচে ইংল্যান্ডকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওই ম্যাচে অ্যালেক্স হেলসের ঝড়ে জয় পায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন জানান, স্টুয়ার্ট ব্রডের দল সময়ের চেয়ে দুই ওভার কম বল করেছে।
আইন অনুযায়ী প্রত্যেক ওভারের জন্য অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ ও প্রত্যেক খেলোয়াড়কে ১০ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।
দুই ওভারের স্লো রেট থাকায় ব্রডকে ৪০ শতাংশ জরিমানা ও অন্যদের ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। আগামী ১২ মাসের মধ্যে টি-টোয়েন্টিতে আরেকবার স্লো ওভার রেটের অভিযোগ এলে ব্রডকে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪