ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ওডিআই দলে ফিরলেন ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
পাকিস্তান ওডিআই দলে ফিরলেন ইউনুস ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় দুই মাস আগে পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন ইউনুস খান। তবে এই দুই মাসে পাচঁ টেস্ট খেলে ৭১৭ রান করার পর আবারো নির্বাচকদের নজরে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।



তাই আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ডাক পেলেন এই পাঠান।

এই সিরিজেই মিসবাহ উল হকই অধিনায়ক থাকছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে তার পরিবর্তে আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল।

এদিকে এই সিরিজে বাদ দেয়া হয়েছে ২০১৪ সালে পাকিস্তানের হয়ে ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ফাওয়াদ আলমকে। তবে দলে ফিরেছেন ওপেনার নাসির জামশেদ। তিনি সর্বশেষ প্রায় এক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআইতে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।