ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা সহজেই জিতলো আফগান ‘জুজুর ভয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
টাইগাররা সহজেই জিতলো আফগান ‘জুজুর ভয়’ ছবি : সংগৃহীত

ঢাকা: সাকিব আল হাসান ও মুশফিকুরের রহিমের ব্যাটিং এবং মাশরাফির আগুন ঝরা স্পেলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
 
বিশ্বকাপ সূচি প্রকাশ হওয়ার পর থেকেই আফগান ‘জুজুর ভয়’ দেখানোর হয়েছিল টাইগারদের।

কিন্তু সেই ভয় সহজেই জয় করলো মাশরাফির দল।
 
বাংলাদেশ এমন একটি ম্যাচ জয় করলো যে ম্যাচে জিতলে পাওয়া যাবে না বাহবা, কিন্তু হারলে জুটতো টাইগারদের কপালে সমালোচনা। এমন ম্যাচ সহজে জিতে সমর্থকদের স্বপ্নের পরিধিটাও একটু বাড়িয়ে দিল টাইগাররা।
 
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৬৭ রানে। ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪২.৫ ওভারেই অল আউট হয়ে যায়।
 
মাশরাফি-রুবেল ভেঙে দিল আফগান মেরুদণ্ড
স্কোর বোর্ডে ২৬৮ রান জমা করার বাংলাদেশ দল তাকিয়ে ছিল তাদের বোলারদের দিকে। নিরাশ করেনি টাইগারদের পেস অ্যাটাক। সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক মাশরাফি। প্রথম ওভারের শেষ বলেই আফগান ওপেনার জাভেদ আহমেদিকে কট অ্যান্ড বোল্ড করে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন নড়াইল এক্সপ্রেস।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই আশরাফ জাজাইকে এলবিডব্লিউয়’র ফাঁদে ফেলেন রুবেল হোসেন। ইনিংসের তৃতীয় ওভারেই আবারও আফগান দুর্গে আঘাত হানলেন মাশরাফি। এবার আসগর স্তানিকজায়কে আউট সুইংঙ্গারে বোকা বানালেন টাইগার অধিনায়ক। স্তানিকযায় স্লিপে ক্যাচ দিলেন মাহমুদ্দল্লাহর হাতে। তিন ওভার শেষে আফগনদের স্কোর দাঁড়ায়  তিন উইকেটে তিন রান।
 
টাইগারদের অসাধারণ ফিল্ডিং
মাশরাফি রুবেলের আগুন ঝরা বোলিংয়ের রেশটা ছড়িয়ে পড়লো টাইগার ফিল্ডারদের মধ্যেও। নওরোজ মঙ্গল এবং সামিউল্লাহ শেনওয়ারির ১১৮ বলে ৬২ রানের পার্টনারশিপটি বাংলাদেশ দলের জন্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দলীয় ৬৬ রানের মাথায় মাহমুদ্দলাহর একটি বল নওরোজ সুইপ করেন, কিন্তু স্কয়ার লেগে রুবেল হোসেন অসাধারণ ক্যাচ লুফে নিলে পঞ্চম উইকেট হারায় আফগানরা।

এর কিছুক্ষণ পর স্কয়ারলেগ থেকে সাব্বির রুমন্নের অসাধারণ থ্রোতে রান আউট হয়ে সামিউল্লাগ শেনওয়ারি ফিরে গেলে আফগানদের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৮ রান!
 
অবশেষে উইকেট পেলেন সাকিব
ব্যাট হাতে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেললেও বল হাতে সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত দলীয় ১৩৬ রানে নাজিবুল্লাজ জাদরানকে এলবিডব্লিউয়’র ফাঁদে ফেলে আফগানদের ষষ্ঠ উইকেট তুলে নেন সাকিব।
 
মোহাম্মদ নবীকে ফেরালেন মাশরাফি
মাশরাফির বলে দলীয় ১৩৭ রানের মাথায় সৌম্য সরকারের হাতে মোহাম্মদ নবী ক্যাচ দিলে শেষ হয়ে যায় আফগানদের প্রতিরোধ।
 
সতর্ক শুরু বাংলাদেশের দুই ওপেনারের
টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং এনামুল হক বিজয় বেশ সতর্কভাবেই ইনিংস শুরু করেন। তবে শাপুর জাদরান এবং হামিদ হাসানের হিসেবে বোলিংয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন দুই টাইগার ওপেনার।
 
দুই ওপেনারের বিদায়ে শঙ্কা জেগেছিল বাংলাদেশের ড্রেসিং রুমে
আফগান মিডিয়াম পেসার মিরওয়াস আসরাফ দলীয় ৪৭ রানে তামিমের উইকেট তুলে নিলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৫২ রানে আশরাফ এনামুল হক বিজয়কে এলবিডব্লিউয়’র ফাঁদে ফেললে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
 
সৌম্য সরকারের পাল্টা আক্রমণ
সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করে বিপর্যয় সামাল দেন। বিশেষ করে সৌম্য সরকারের ২৫ বলে ২৮ রানের ছোট্ট ইনিংসটিই বাকি ব্যাটসম্যানদের মধ্যে ছড়িয়ে দেয় আত্মবিশ্বাসের অনুরণন।
 
শাপুর জাদরানের জোড়া আঘাতে আবারো বিপদে টাইগারা
দলীয় ১০২ রানের মাথায় শাপুর জাদরান সৌম্য সরকারকে ফিরিয়ে দিলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১৯ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদও আফগান পেসারের বলে ফিরে গেলে আবারো বিপদে পড়ে যায় বাংলাদেশ।
 
সাকিব-মুশফিকে টাইগাররা পেল রক্ষা
চার উইকেট হারিয়ে টাইগাররা যখন কাঁপছে তখনই সাকিব-মুশফিকের ব্যাটে চড়ে রক্ষা পেল বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাদের ১১৪ রানের পার্টনারশিপটাই সব শঙ্কা উড়িয়ে দেয়। সাকিব ৬৩ এবং মুশফিক ৭১ রানের ইনিংস খেলেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

** বাংলাদেশের জয়ে খালেদার অভিনন্দন
** আফগানদের হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

** টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
** জয়ের কাছে চলে এসেছে টাইগাররা
** গর্জে উঠেছে টাইগাররা
** বিপর্যয় কাটানোর চেষ্টা নবী-জাদরানের
** পাঁচ উইকেট নেই আফগানদের
** জুটি ভাঙলেন মাহমুদুল্লাহ
** ম্যাচের নিয়ন্ত্রণে টাইগারদের হাতে
** আবারো মাশরাফির আঘাত
** শুরুতেই মাশরাফি-রুবেলের আঘাত
** প্রথম ওভারেই মাশরাফির আঘাত
** আফগানদের ২৬৮ রানের টার্গেট দিল টাইগাররা
** দলকে মজবুত অবস্থানে রেখে ফিরলেন সাকিব
** সাকিব-মুশফিকের ব্যাটে শক্ত অবস্থানে টাইগাররা
** সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা
** সেট হয়েও ফিরে গেলেন রিয়াদ
** তৃতীয় উইকেটের পতন, ফিরলেন সৌম্য
** রিয়াদ-সৌম্যের ব্যাটে শতক পেরোলো টাইগাররা
** দায়িত্ব নিয়েছেন রিয়াদ-সৌম্য
** তামিমের পর সাজঘরে এনামুল
** সাজঘরে তামিম
** পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ ৩৮
** বাংলাদেশের সতর্ক শুরু
** ব্যাটিংয়ে নেমেছেন তামিম-বিজয়
** টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।