ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনিস ব্যর্থ, ফেভারিট নয় পাকিস্তান: ওয়াকার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ইউনিস ব্যর্থ, ফেভারিট নয় পাকিস্তান: ওয়াকার ওয়াকার ইউনুস

ঢাকা: পাকিস্তান দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস মনে করেন প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পরও তার দল বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৭৬ রানের হারের কারণ বড় ম্যাচে চাপ নিতে না পারার অক্ষমতা মনে করেন ওয়াকার।



শনিবার ক্রাইস্টচার্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে পাকিস্তান দল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যাচটিতে জেতা গুরুত্বপূর্ন মিসবাহ-উল-হকের দলের জন্য।

ওয়াকার বলেন, ‘সামনের ম্যাচগুলোর গুরুত্ব আমরা জানি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঠে ৩০০ রানের টার্গেটও অতিক্রম করা সম্ভব। আমাদের সেটা করেই জিততে হবে। ব্যাটিংয়ে অবশ্যই উন্নতি করতে হবে। ’

‘এবারের বিশ্বকাপে পাকিস্তান ফেভারিট নয়; ফলে খেলোয়াড়দের মাঝে চাপ থাকার কথা নয়। আগের ম্যাচে আমরা কি ভুল করেছি, সেটা সবাই জানি। আমরা ভালো খেলতে পারিনি। ভারত আমাদের চেয়ে ভালো খেলেছে। বিশেষ কিছু পার্টিনারশিপ গড়েছে ওরা। নি:সন্দেহে আমরা মানসিকভাবে বেশি চাপ নিয়েছিলাম- বলেন ওয়াকার ইউনুস।

ভারতের বিপক্ষে ইউনিস খানকে ওপেনিংয়ে নামানো প্রসঙ্গে ব্যাখ্যা দেন ওয়াকার, ‘ইউনিসকে ওপেনিংয়ে নামিয়ে আমরা পরীক্ষা করেছি- যা সফল হয়নি। ৩-৪ নম্বর পজিশনে বার বার ব্যর্থ হওয়ায় আমরা ওপেনিংয়ে তাকে পরখ করেছি। তাতেও ইউনিস ব্যর্থ হযেছে। ’
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘন্টা, ১৯ ফেব্রয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।