ঢাকা: আইসিসির সহযোগী সদস্য দেশ আরব আমিরাত তাদেরকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আইসিসির কাছে আবেদন করেছে।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে ম্যাচ হারের পর আমিরাত অধিনায়ক মোহাম্মদ তৌকির বলেন, ‘ক্রিকেটে আমাদের উন্নতি করতে হলে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন।
৪৩ বছর বয়সি এই ক্রিকেটার আরো যোগ করেন, ‘সহযোগি দেশগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত। বড় দেশের বিপক্ষে খেলার সুযোগ বাড়লে ছোট দেশগুলো তাদের সক্ষমতা প্রমাণের সুযোগ পায়। শুধুমাত্র সহযোগী দেশের বিপক্ষে খেলে উন্নতি করা সম্ভব নয়। ‘
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুন লড়াই করে আরব আমিরাত। আগে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান করে। এটিই ওয়ানডে ক্রিকেটে তাদের দলীয় সর্বোচ্চ স্কোর। বড় স্কোর গড়েও জিম্বাবুয়ের কাছে চার উইকেটে ম্যাচটি হেরে যায়।
এর আগে ১৯৯৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পায় আরব আমিরাত। এর ১৯ বছর পর ২০১৫ বিশ্বকাপে আবারো খেলার যোগ্যতা অর্জন করে আইসিসির এই সহযোগী দেশটি।
আইসিসি আগামি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কমিয়ে ১০টি করছে-যা সহযোগী দেশগুলোর বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করাকে আরো কঠিন করে তুলবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫