ঢাকা: ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডাউনে নেমে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন ড্যারেন ব্রাভো। কিন্তু, ফিফটি থেকে এক রান দুরে থাকতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই ক্যারিবীয়ান ব্যাটসম্যান।
তাৎক্ষনিকভাবে এই বাঁহাতি ব্যাটসম্যানকে এমআরআই করতে পাঠানো হয়। আগামীকাল এমআরআই রিপোর্ট দেওয়া হবে। ম্যাচের ৩২ ওভারের মাথায় মাঠ ছাড়েন ব্রায়ান লারার ক্লোন বলে পরিচিত ব্রাভো।
আজকের দিনটিই ব্রাভোর জন্য বেদনাদায়ক ছিল। ২৪ ওভারের মাথায় রান নেওয়ার সময় ইউনিস খানের থ্রো করা বল ব্রাভোর হেলমেটের বাঁ পাশে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর দলের ফিজিও (চিকিৎসক) এসে বেশ কয়েক মিনিট ধরে তার সেবা-শুশ্রুষা করেন।
এরপর ব্যাটিং চালিয়ে গেলেও ১৯ রান যোগ করে ব্যক্তিগত ৪৯ রানের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন ব্রাভো। এরপর মাঠ ত্যাগ করতে বাধ্য হন। যার মধ্য দিয়ে তার বিশ্বকাপ স্বপ্নেও একটা বড় আঘাত আসল।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫