ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বিভাগেই ব্যর্থ আমরা: মিসবাহ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
তিন বিভাগেই ব্যর্থ আমরা: মিসবাহ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ক্রিকেটের তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছি আমরা। আমরা ভালো বল করতে পারিনি, অনেকগুলো ক্যাচ মিস করেছি এবং ব্যাটিংয়ে পুরোই নিষ্প্রভ ছিলাম।

’ ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫০ রানে লজ্জাজনক হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

মিসবাহ হতাশা নিয়ে বলেন, ‘বাচো নয় মরো-এমন পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি। আমাদের সামনে ‘যদি’-‘কিন্তু’ বলে কিছুই অবশিষ্ট নেই। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে।

শনিবারের ম্যাচ সম্পর্কে মিসবাহ আরো বলেন, ‘বোলিং-বান্ধব উইকেট পেয়েও বোলাররা কাজে লাগাতে পারেনি। মেঘলা আবহাওয়ায় উইকেটে ময়েশ্চার পাওয়ার পরও কন্ডিশনকে কাজে লাগাতে পারেনি বোলাররা। ‘ 

 ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে সাত উইকেটে ৩১০ রান করে। ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয় পেস ঝড়ে  ৩৯ ওভারে ১৬০ রানে অল আউট হয়ে যায়  পাকিস্তান।

আগামি ১ মার্চ ব্রিসবেনে পাকিস্তান দল তাদের পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।