ঢাকা: ক্রিকেট বিশ্বের অন্যতম বোলিংশক্তি নির্ভর দেশ শ্রীলংকা। বিশ্বকাপে এবার তারা ফেবারিট হিসেবে না এলেও তাদের দলের বোলারদের ঝাঁচ সবারই জানা।
জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল উদ্বোধনী উইকেটে যোগ করেন ৩৪ রান। ব্যক্তিগত ১০ রান করে নওরোজ মন্ডল ফিরে যাওয়ার পর দলীয় ৪০ রানে লাকমালের বলে উইকেট দেন জাভেদ আহমাদি (২৪)।
তবে আসগর স্তানিকজাইকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে লড়ছেন সামিউল্লাহ সেনওয়ারি। আসগর ২৯ ও সেনওয়ারি ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এটি একাদশতম বিশ্বকাপ আসরের দ্বাদশতম ম্যাচ।
এর আগে উভয় দলই হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার মানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ১০৫ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫