ঢাকা: আফগানিস্তানের দেয়া ২৩৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দুই রান তুলতেই দুই উইকেট হারিয়েছে তারা।
বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে রোববার খেলতে নামে শ্রীলংকা ও আফগানিস্তান। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৩২ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর স্তানিকজাই।
অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নিয়েছেন।
এর আগে উভয় দলই হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার মানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ১০৫ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা