ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাহানেকে ফেরালেন স্টেইন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাহানেকে ফেরালেন স্টেইন

ঢাকা: সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ানের বিদায় নেওয়ার পরের ওভারেই সাজঘরে ফিরে গেছেন সুরেশ রায়না। আর পরই ম্যাচের ৪৬তম ওভারের শেষ বলে অজিঙ্কা রাহানেকে ফিরিয়েছেন প্রোটিয়াদের পেস তারকা ডেইল স্টেইন।

আউট হওয়ার আগে রাহানে ৬০ বলে ৭৯ রান সংগ্রহ করেন।

এর আগে তৃতীয় উইকেট জুটিতে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত অবস্থানে রেখে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আউট হওয়ার আগে তিনি খেলেন ১৩৭ রানে অনবদ্য এক ইনিংস।

৪৭ ওভার শেষে ভারতের ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৮৪ রান।

ইনিংসের শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে হারিয়ে হোঁচট খায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে অন্য প্রান্তে থাকা আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান দায়িত্ব নিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন।

রোহিতের বিদায়ের পর ওয়ানডাউনে আসা বিরাট কোহলিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ধাওয়ান। ম্যাচের ২৮তম ওভারে ইমরান তাহিরের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। মাত্র ৪ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান।

কোহলির বিদায়ে ক্রিজে আস‍া অজিঙ্কা রাহানে ঝোড়ো গতিতে রানের চাকা সচল রাখেন। ৫৩ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন রাহানে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারতীয় দল। রানের খাতা না খুলেই ডিভিলিয়ার্সের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হন রোহিত।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট কর‍ার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ সিং ধোনি। ইনিংস উদ্বোধন করতে নামেন ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা ও বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** দলকে শক্ত অবস্থানে রেখে সাজঘরে ধাওয়ান
** ধাওয়ান-রাহানের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
** সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান
** সাজঘরে কোহলি
** কোহলি-ধাওয়ানের ব্যাটে শতক পেরোলো ভারত
** ধাওয়ানের অর্ধশতক, এগোচ্ছে রানের চাকা
** কোহলি-শিখর জুটিতে লড়ছে ভারত
** রানআউট হয়ে সাজঘরে রোহিত শর্মা
** ব্যাট করতে নেমেছেন রোহিত-ধাওয়ান
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত
** বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত
** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।