ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জরিমানা গুনতে হচ্ছে প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
জরিমানা গুনতে হচ্ছে প্রোটিয়াদের

ঢাকা: বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। হারের লজ্জা সামলে উঠার আগেই এবারে তাদের গুনতে হচ্ছে জরিমানা।

‘মরার উপর খড়ার ঘা’ হয়ে আইসিসি প্রোটিয়াদের জরিমানা করেছে।

ভারতের বিপক্ষে ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরেছে এবিডি ভিলিয়ার্স বাহিনী। এ ম্যাচের আগে বিশ্বকাপের আসরে কখনোই ভারতের কাছে না হারা প্রোটিয়া ক্রিকেটারদের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে জরিমানা করেছে আইসিসি।

নির্ধারিত সময়ের পরে ইনিংস শেষ করায় তাদের এ জরিমানা করা হয়েছে বলে আইসিসির এক বিবৃতিতে বলা হয়। আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো দ. আফ্রিকার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

স্লো-ওভারের কারণে প্রোটিয়া প্রত্যেক ক্রিকেটারের দশ শতাংশ জরিমানা হয়েছে। আর দলপতি ডি ভিলিয়ার্সের জরিমানার পরিমান দ্বিগুন, ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনতে হবে ডি ভিলিয়ার্সকে। শুধু তাই নয় পরবর্তী এক বছরের মধ্যে একই কারণে জরিমানা হলে ভিলিয়ার্সকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।

গ্রুপ পর্বের ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে সাত উইকেটে ৩০৭ রান জমা করে ভারত। ৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।