ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্ন একখণ্ড মিরপুর! (ছবি)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মেলবোর্ন একখণ্ড মিরপুর! (ছবি)

ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সঙ্গে মিল আছে ঢাকার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের। কিন্তু মিরপুরের গ্যালারি কি মেলবোর্নে চলে এলো! এমনই তো মনে হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখে।

যেন গ্যালারির বেশিরভাগ দর্শকই বাংলাদেশের পক্ষে। এমনকি অস্ট্রেলিয়ানরাও!

দর্শকদের হাতে লাল-সবুজ পতাকা। আর গায়ে বাংলাদেশের জার্সি। সেই সঙ্গে চারদিকে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনি-প্রতিধ্বনি। সব মিলিয়ে মেলবোর্ন একখণ্ড মিরপুর!

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখতে এমসিজিতে উপস্থিত হন হাজার হাজার প্রবাসী ও ভ্রমণে যাওয়া বাংলাদেশিরা। ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে দর্শকের বেশিরভাগই ছিল বাংলাদেশের। তবে লংকানদের সমর্থনে যে দর্শক কম ছিল তা নয়। কিন্তু গ্যালারিতে তাদের ছাপিয়ে গেছে বাংলাদেশি দর্শকরা।

ক্রিকেট ইতিহাসের ৩ হাজার ৬শ’ ১৫তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এ বিশ্বকাপ আসরের ১৮তম খেলায় এমসিজিতে প্রথম পদার্পণ হলো টাইগারদের। আর তা স্মরণীয় করে রাখলেন প্রবাসী বাংলাদেশি সমর্থকরা মেলবোর্নকে একখণ্ড মিরপুর বানিয়ে! এই বা কম কিসের।






বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।