ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দিন নাটকের অপেক্ষায় চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
শেষ দিন নাটকের অপেক্ষায় চট্টগ্রাম

ঢাকা: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচের তৃতীয় দিন শেষে ১৭৫ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক চট্টগ্রাম। চার দিনের ম্যাচে সিলেটের বিপক্ষে শেষ দিন নিজেদের সংগ্রহ বাড়িয়ে নিতে হাতে ৪ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।



চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ২৭০ রানের জবাবে সবক’টি উইকেট হারিয়ে অতিথিরা তোলে ২৮৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক-নাফিস ইকবালদের দল ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮৮ রান।

সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৬ রান। ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন তাসামুল। আর ৫৫ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে, ডলার মাহমুদ করেন ৩৯ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান আবুল হাসান। এছাড়া এনামুল হক জুনিয়র তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন রাহাতুল ফেরদৌস এবং অলোক কাপালি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অতিরিক্ত খাত থেকে সিলেট পায় সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেন ২৬ ও সানাজ আহমেদ ২৫ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩০ রান করেন। রাজিন সালেহর ব্যাট থেকে আসে ১০ রান। ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ রান করেন সিলেটের দলপতি অলোক কাপালি (৪৬ রান)।

এছাড়া ইজাজ আহমেদ ২১, রাহাতুল ফেরদৌস ২৭, আবুল হাসান ১১, এনামুল হক জুনিয়র ২৯ রান করেন। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট নেন নাবিল সামাদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া দুটি উইকেট দখল করেন ইফতেখার সাজ্জাদ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম তৃতীয় দিন শেষে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮৮ রান। ওপেনার নাজিমুদ্দিন ৬ আর নাফিস ইকবাল ৩৭ রান করেন। মুমিনুল এ ইনিংসে করেন মাত্র এক রান। তাসামুল হকের ব্যাট থেকে আসে ৭৭ রান। ইয়াসির আলি ৪১ আর ডলার মাহমুদ ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।