ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওডিআই’র শীর্ষে স্টার্ক, চারে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ওডিআই’র শীর্ষে স্টার্ক, চারে সাকিব

ঢাকা: আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। যদিও ইংল্যান্ড সফরের পর থেকে তিনি ৫০ ওভারের ম্যাচে আর খেলেননি।

তবে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির সম্প্রতি ভারতের বিপক্ষে খুব ভালো পারফরম্যান্স না করায় এগিয়ে গেছেন স্টার্ক।

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩৬.৮৫ গড়ে সাতটি উইকেট পেয়েছিলেন ডানহাতি লেগ স্পিনার তাহির। তাই শীর্ষস্থান থেকে র‌্যাংকিংয়ের পাঁচে নেমে যান তিনি।

এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ২২টি উইকেট নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষে জায়গা পেয়েছিলেন স্টার্ক। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১৩।

নতুন ৠাংকিংয়ের এ দুটি পরিবর্তন ছাড়া অন্য সবাই অপরিবর্তিত রয়েছেন। সেরা দশে বাংলাদেশিদের মধ্যে একমাত্র বোলার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। চার নম্বরে থাকা এ বিশ্বসেরা স্পিনারের রেটিং পয়েন্ট ৬৯০।

শীর্ষ ১০ ওয়ানডে বোলার:

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৭১৩ পয়েন্ট, সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ৭০৯, ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭০৫, সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬৯০, ইমরান তাহির (দ.আফ্রিকা) ৬৮৮, ডেল স্টেইন (দ.আফ্রিকা) ৬৮২, মিচেল জনসন (অস্ট্রেলিয়া) ৬৭২, মরনে মরকেল (দ.আফ্রিকা) ৬৬৬, সাঈদ আজমল (পাকিস্তান) ৬৫৫, রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৬৪০।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।