ঢাকা: এশিয়া কাপ ক্রিকেট- ২০১৬ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। টুর্নামেন্ট চলবে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি খেকে ৬ মার্চ পর্যন্ত।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা থেকে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন আরও বলেন, পাকিস্তানের প্রস্তাবনায় এবং এশিয়ার অন্যান্য দেশের সমর্থনে বাংলাদেশ ২০১৬ এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে।
এবারের এশিয়া কাপে ৪টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে সরাসরি, বাকি একটি দল আসবে বাছাইপর্ব খেলে।
আসছে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই বাছাই পর্বের খেলা। যেখানে স্বাগতিকদের বিপক্ষে লড়বে এশিয়ার অন্য তিনটি দেশ আফগানিস্তান, হংকং ও ওমান।
এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরমেটে আয়োজিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৩তম আসরটি।
এর আগে ১৯৯৮, ২০০০, ২০১২ ও ২০১৪ সালে এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এইচএল/এসএইচ