ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরেকটি আফগান ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরেকটি আফগান ইতিহাস ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট বিশ্বে নিজেদের জাত ভালোই চেনাচ্ছে আফগানিস্তান। ক্রিকেটকে নিজেদের উত্থান বেশি দিন না হলেও একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল দলটি।

বুধবার (২৮ অক্টোবর) বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাঁচ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল আফগানিস্থান। জিম্বাবুয়ের ১৯০ রানের বিশাল সংগ্রহে বিপরীতে ১ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইনজামামুল হকের শিষ্যরা।

টসে জেতা জিম্বাবুয়ে শেন উইলিয়ামসের ৫৪ ও রিচমন্ড মুতুমবামি আর অধিনায়ক এলটন চিগুম্বুরার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৯০ রান করে। তবে আফগান ব্যাটিংয়ে উসমান ঘানি (৬৫) ও গুলবাদিন নবীর (৫৬) দুর্দান্ত ব্যাটিংয়ে পাঁচ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এর আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।