ঢাকা: ২০১৫ বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে টেস্ট সিরিজ হেরেছে দলটি।
রোববার কলম্বোয় (০১ নভেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এ ম্যাচে ক্যারিবীয়দের মূল একাদশে দেখা যেতে পারে নারিনকে। দলের অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, ক্রিকেট বিশ্বের সেরা এ বোলারের ফিরে আসাটা জয়ে ফেরাবে দলকে।
১৪ মাস আগে সিপিএল ২০১৪ ও আইপিএল ২০১৫তে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহে পড়েছিলেন নারিন। তবে ২০১৫ বিশ্বকাপের আগেই নিজেকে সুধরে নিয়েছিলেন তিনি। কিন্তু সে আসর শুরুর শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নেন ডানহাতি এ বিস্ময় স্পিনার। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের অ্যাকশনকে আরো ভালো করতে চান।
এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে খেলা নারিন ৪.১০ ইকোনোমিতে নিয়েছেন ৭৩টি উইকেট। আর ৩২টি টি-টোয়েন্টিতে ৫.৭০ ইকোনোমিতে পেয়েছেন ৩৮টি উইকেট। সাদা পোশাকে ছয় ম্যাচে ২১টি উইকেট দখল করেছেন এ ক্যারিবীয়ান স্পিনার।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৫
এমএমএস