ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচেও উপচে পড়া ভীড়

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
প্রস্তুতি ম্যাচেও উপচে পড়া ভীড় ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ফতুল্লা থেকে: ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের প্রবেশদ্বার। সাড়ি সাড়ি দর্শক টিকিট হাতে দাঁড়িয়ে আছেন  বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি দেখবেন বলে।



তবে দর্শকদের ভীড় ও আগ্রহের মাত্রা দেখে মনেই হয় না যে, এখানে কোন প্রস্তুতি ম্যাচ চলছে, বরং মনে হচ্ছে টাইগারদের বিপক্ষে জায়ান্ট কোন প্রতিপক্ষের হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়িয়েছে। শুধু তাই নয়, স্টেডিয়ামটির উত্তর, পূর্ব ও পশ্চিমপাশে দর্শক গায়ের সঙ্গে গা মিলিয়ে বসে উপভোগ করছেন প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের পারফরম্যান্স। টাইগাররা চার-ছক্কা মারলে যেমন হাততালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছেন, ঠিক  তেমনি আবার দলের খারাপ সময়ে হাততালি সমেত চিৎকার দিয়ে যোগাচ্ছেন উৎসাহ।

সকালে ভীড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে দর্শক সমাগম।  

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, প্রস্তুতি ম্যাচ হলেও সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই ম্যাচটিতে ২০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও সপ্তাহের ব্যস্ততম শেষ কর্মদিবসে দর্শকদের কোন কমতি নেই।  

এখানে যারা খেলা দেখতে এসেছেন তারা বেশিরভাগই স্থানীয় স্কুল পড়ুয়া। এর বাইরে কিছু সংখ্যক ব্যবসায়ী আর কিছু সংখ্যক গার্মেন্টস কর্মী রয়েছেন।

স্টেডিয়ামের প্রবেশদ্বারে কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই ছাত্র, আজ স্কুল থাকলেও যাননি। প্রস্তুতি ম্যাচ হলেও কেউ এসেছেন প্রিয় খেলোয়াড় শাহরিয়ার নাফিসের খেলা দেখতে আবার কেউ মাশরাফি ও মুশফিকের খেলা উপভোগ করতে।

টিকিট হাতে দেখে জিজ্ঞেস করা হলো, টিকিট কোথায় পেলেন দামই বা কত? কয়েকজন বললেন, টিকিটের দাম ২০ টাকা আর কিনেছি কড়ইতলা (স্টেডিয়ামের অদূরে) যুব উন্নয়ন কেন্দ্র থেকে।
 
ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে? উত্তরে সবাই বললেন হ্যাঁ। অনেকে ২০ টাকার টিকিট ৫০ টাকা দিয়েও কিনছেন।  

বাংলাদেশ সময় ১৪১৭ ঘন্টা, ৫ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

** ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে কঠোর নিরাপত্তা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।