ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবৈধ বোলিং সন্দেহে নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
অবৈধ বোলিং সন্দেহে নারাইন ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনিল নারাইনের ওপর অবৈধ বোলিং অ্যাকশন করার অভিযোগ উঠেছে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের সময় আম্পায়াররা তার বোলিং অ্যাকশনে সন্দেহ করেন।



আগামী ১৪ দিনের মধ্যে নারাইনকে আইসিসি’র নির্ধারিত বোলিং পরিক্ষাগারে গিয়ে বোলিং টেস্ট করাতে হবে। তবে ফলাফলের আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবার বোলিং সন্দেহে পরলেন নারাইন। তবে এরআগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে বোলিং অ্যাকশনে অবৈধ প্রমাণিত হন এ ডানহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।