ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বরেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বিশ্বরেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না গেইল ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েও হার দেখলেন ক্রিস গেইল। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ মাত্র ১২ বলে অর্ধশতক পূর্ন করেন।

  এই কীর্তির মধ্য দিয়ে ভারতের যুবরাজ সিংকে স্পর্শ করেন ৩৬ বছর বয়সী এ বিধ্বংসী ব্যাটসম্যান।
 
এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং ১২ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েন।
যুবরাজ-গেইলের রেকর্ডের পর টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকের দখলে। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে সমারসেটের এ ওপেনার ১৩ বলে অর্ধশতক করেছিলেন।

সোমবার (১৮ জানুয়ারি) মেলবোর্নের ডকল্যান্ডসে ছক্কার ঝড় শুরু করেন গেইল। অ্যাডিলেড স্ট্রাইকার্সের দেওয়া ১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ চার বলে পেসার গ্রেগ ওয়েস্টকে টানা চারটি ছক্কা মারেন এ বাঁহাতি। এর পর বেন লফলিনের করা ইনিংসের তৃতীয় ওভারে দুটি ছক্কা, একটি চার হাঁকান টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।
 
অর্ধশতকের পর বেশিদূর যেতে পারেননি গেইল। আউট হয়ে যান ৫৬ রান করে। বেশি দূর যেতে পারেনি মেলবোর্নও। ১৫.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় তারা। গেইলের রেকর্ডের দিনেও ২৭ রানের দারুণ এক জয় পায় অ্যাডিলেড।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।