ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে আফ্রিদির বিদায়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নিউজিল্যান্ডে আফ্রিদির বিদায়! ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শহীদ আফ্রিদি। এমনটি হলে, পাকিস্তানের হয়ে শেষবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলছেন ‘বুমবুম’ আফ্রিদি।

আরো স্পষ্ট করে বললে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচই হবে কিউইদের মাটিতে আফ্রিদির শেষ শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শুক্রবার (২২ জানুয়ারি) ওয়েলিংটনে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে গাপটিল-উইলিয়ামসনের ব্যাটে ১০ উইকেটের অবিস্মরণীয় জয় তুলে নেয় স্বাগতিকরা। এবার কিউইদের মাটিতে আফ্রিদির সম্ভাব্য বিদায়ী ম্যাচ জিতে পাকিস্তানের সামনে থাকছে সিরিজ জয়ের হাতছানি। ‍

নিউজিল্যান্ডের মাঠে স্ট্রাইক রেটের পরিসংখ্যানে সবার উপরে অবস্থান করছেন আফ্রিদি। কমপক্ষে পাঁচটি ওয়ানডে খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (১৪০) আফ্রিদির দখলে। টি-টোয়েন্টি (তিনটির অধিক টি-২০ ইনিংস) ফরমেটেও তিনি সবার শীর্ষে। এ তালিকায় তার স্ট্রাইক রেট অবিশ্বাস্যই বলা চলে। ১৯৭!

এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘সম্ভবত, এটিই (নিউজিল্যান্ড) হবে আমার শেষ সফর (দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ)। আমি সবসময়ই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। চেষ্টা থাকে ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই নিজেদের সেরাটা দেওয়ার। ’

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে অবসরের পর গত বছর ওয়ানডে বিশ্বকাপ শেষে ওডিআই ক্রিকেটকেও বিদায় জানান আফ্রিদি। দুই ফরমেটে তার ম্যাচ সংখ্যা যথাক্রমে ২৭, ৩৯৮। এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছেন ৮৯টি। জাতীয় দলের জার্সিতে বর্তমানে শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলা আফ্রিদি আগেই ঘোষণা দিয়েছিলেন, ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন। এমনকি, পাকিস্তানকে শিরোপা এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।