ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের কাছে গিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
জয়ের কাছে গিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ নারী দল জয়ের কাছে গিয়েও হেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মেয়েদের কাছে মাত্র ৬ রানের ব্যবধানে হেরেছে জাহানারা আলমের দল।

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিলো ১০ রান।  হাতে ছিল সাতটি উইকেট। তবে, শেষ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র তিন রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা।

আগে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। জবাবে, ৪৮ রানে থেমে যেতে হয় বাংলাদেশকে।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার শিলিংটন। এছাড়া, আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে ২ ওভারে ৫ রান খরচ করে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন খাদিজাতুল কুবরা। এছাড়া, একটি করে উইকেট দখল করেন পান্না ঘোষ, রিতু মনি, ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ।

৫৫ রানের টার্গেটে জয়ের পথেই ছিল বাংলাদেশের মেয়েরা। ওপেনার আয়েশা রহমান ৮ আর লতা মন্ডল শূন্য রানে বিদায় নিলেও দলকে জয়ের পথে নিতে থাকেন তিন নম্বরে নামা ফারজানা হক। সর্বোচ্চ ২৪ রান করেন তিনি। তবে, তার বিদায়ের পর আর কোনো ব্যাটার বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। নিগার সুলতানা ৭, রুমানা ৫, রিতু ০, ফাহিমা ০ আর দলপতি জাহানার ২ রান করেন।

আইরিশদের হয়ে দুটি উইকেট নেন ও’রেলি। এছাড়া, একটি করে উইকেট দখল করেন কিম গ্রাথ এবং ইসোবেল জয়েস।

এ ম্যাচে জয়ের ফলে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক আয়ারল্যান্ডের মেয়েরা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।