ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ২৫ সেপ্টেম্বর। তার আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
৩০ সদস্যের দল থেকে কারা জায়গা পাবেন চূড়ান্ত দলে সেটি জানার অপেক্ষায় টাইগারপ্রেমীরা। তবে এ অপেক্ষাটা একটু বাড়ছে।
ঈদুল আজহার আগে স্কোয়াড ঘোষণার কথা থাকলেও সেটি হচ্ছে না। ঈদের পর একই সঙ্গে ঘোষণা করা হবে বিসিবি একাদশ ও বাংলাদেশের ওয়ানডে দল। বিসিবি সূত্রে জানা গেছে, দল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর।
আগামীকাল (০৬ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন ম্যাচের মধ্যদিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। এরপর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি পাবেন ক্রিকেটাররা। ১৮ সেপ্টেম্বর মূল স্কোয়াড নিয়ে শুরু হবে ক্যাম্প। মূল স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই যোগ দেবেন ক্যাম্পে। বাকিরা যোগ দেবেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দলগুলোতে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু এনসিএল।
ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে হোম সিরিজকে সামনে রেখে গত ২০ জুলাই ৩০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়েই কাজ চলে এক মাস।
গেল দুই সপ্তাহ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে চলে টাইগারদের স্কিল ট্রেনিং। মাঝে নিজেদের মধ্যে দুটি প্রস্ততি ম্যাচও খেলেছে মাশরাফি-মুশফিকরা। ইংল্যান্ড সিরিজের আগে হঠাৎ করেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় এ সিরিজকে ইংল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি মনে করছেন বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার।
আফগানদের বিপক্ষে ২৫ ও ২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম দুই ওয়ানডে। ০১ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়,মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম,সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা,মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মোশাররফ হোসেন রুবেল ,আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি