ঢাকা: একে একে বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। এ তালিকায় সবশেষ নাম গ্যারি ব্যালান্স।
অবশ্য এখনো পুরোপুরি নিশ্চয়তা দেননি তিনি। এ ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্যালান্স, ‘আমি এখনো শতভাগ সিদ্ধান্ত নিইনি। কিন্তু আমি ই-মেইল পেয়েছি এবং রেড ডিকাসনের (ইসিবির হেড অব সিকিউরিটি) কথা শুনেছি। অ্যান্ড্রু স্ট্রাউসের (বোর্ড পরিচালক) ই-মেইলও পেয়েছি। ’
‘আমি এখনো পরিবারের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলছি। কিন্তু, আমার প্রথম চিন্তা থাকবে ইসিবি, পিসিএ (প্রফেসনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) ও নিরাপত্তা পরামর্শকরা যা বলবে তার সঙ্গে যাওয়া এবং স্কোয়াডে বাছাই করা হলে তার জন্য আমি প্রস্তুত। তবে এখনো পুরোপুরি নিশ্চিত নই। কারণ এটা নিয়ে রাতারাতি তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই ট্যুর নিয়ে এখনো পুরোপুরি ব্রিফিং পাইনি। সেটিই অপেক্ষায় আছি। আগামী কয়েকদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। ’-যোগ করেন ১৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা ব্যালান্স।
নিরাপত্তা ইস্যুর শঙ্কা দূর করে গত ২৫ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসার সবুজ সংকেত দেয় ইসিবি। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে ইংলিশ ক্রিকেট টিম।
এর আগে মঈন আলী ও পেসার ক্রিস জর্ডান বাংলাদেশ সফর করার ঘোষণা দেন। স্কোয়াডে থাকলে কোনো আপত্তি থাকবে না বলেই জানান তারা। এছাড়াও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে খানিকটা উদ্বিগ্ন ওপেনার অ্যালেক্স হেলস ও ওয়ানডে দলপতি ইয়ন মরগান। সে যাই হোক, টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজে সব ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ ট্রেভর বেইলিস।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম