ঢাকা: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
অতীতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল বাংলাদেশকে। ফলে, আম্পায়ারদের মাঠের সিদ্ধান্ত শুদ্ধভাবে নিতে এই সিরিজে ডিআরএস পদ্ধতির সাহায্য নেওয়া হবে।
ইংল্যান্ড সিরিজে ডিআরএস পদ্ধতি ব্যবহার করলেও আফগানিস্তান সিরিজে এ পদ্ধতি থাকবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বাংলাদেশে আয়োজিত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর পাকিস্তান সিরিজেও ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।
২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সব সিরিজেই ডআরএস পদ্ধতির ব্যবহার দেখা গেলেও ভারতের বিপক্ষে সিরিজে তা ছিল না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই পদ্ধতির বিপক্ষে থাকায় সেবার সিরিজে ছিল না ডিআরএস।
ডিআরএস ব্যবহারে বিসিবির প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে বলে একটি সূত্র থেকে জানা যায়। ইংল্যান্ড সিরিজে ম্যাচ পরিচালনা করতে আইসিসির এলিট প্যানেলের অফিসিয়ালরা বাংলাদেশে আসবেন।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। টাইগারদের বিপক্ষে সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে অতিথিরা। ঢাকা ও চট্টগ্রামে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি