ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় মাসের মধ্যে আবারো বরখাস্ত সিমন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
ছয় মাসের মধ্যে আবারো বরখাস্ত সিমন্স ছবি: সংগৃহীত

ঢাকা: বরখাস্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্সকে। ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুনভাবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে আবারো তাকে বরখাস্ত হতে হলো।

দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়, বোর্ডের পক্ষ থেকে ফিল সিমন্সের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে। তার কাছে ক্যারিবীয়ানরা কৃতজ্ঞ। সম্প্রতি বোর্ডের চাহিদা তিনি মেটাতে পারছিলেন না। তাতে ভক্ত-সমর্থকদের মতোই বোর্ড ক্যারিবীয়ানদের ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে সিমন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।  কোচদের ভিন্ন মতামত ও তাদের নিজস্ব ভাবনা থাকতেই পারে।

গত বছর সেপ্টেম্বরে দল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করার খেসারত দিতে হয়েছিল সিমন্সকে। সেবারও বরখাস্ত করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই কোচকে। তবে বিষয়টি নিয়ে সিমন্স আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলে তাতে মন গলে ক্যারিবীয়ান বোর্ডের। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত মার্চে তাকে আবারো দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল।

সিমন্সের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আর ক’দিন পরেই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ক্যারিবীয়ানরা। আর তাতে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ হেন্ডি স্প্রিংগার। তাকে সহায়তায় থাকবেন রডি এসটউইক।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।