ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রায়েম হিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের আগেই অজি দলে যোগ দেবেন তিনি।
ইংলিশদের হয়ে ৬৫ টেস্ট আর ১২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হিক। ২০১৩ সালে অজিদের হাইপারফরমেন্স দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
হিককে দলের ব্যাটিং কোচ করা প্রসঙ্গে অজিদের প্রধান কোচ ড্যারেন লেহম্যান জানান, ‘হিক আমাদের সঙ্গে এর আগেও কাজ করেছে। তার কৌশলগত দিক গুলো আমাদের বেশ ভালো লাগে। সে ক্রিকেটার হিসেবে যেমন অভিজ্ঞ, তেমনি কোচ হিসেবেও অভিজ্ঞ। যেকোনো কন্ডিশনে কিভাবে ব্যাট করতে হবে তা হিকের ভান্ডারে আছে। ’
লেহম্যান আরও যোগ করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যাশেজ সিরিজ আর বিশ্বকাপের মতো আসরে হিকের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
১৯৮৭ সালের উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ইংলিশদের সাবেক তারকা হিক। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি জানান, ‘আমি লেহম্যানের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে কাজ করেছি। তখনও ক্রিকেটারদের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছি। এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে এখানেও উপভোগ করতে চাই। বিশ্বের সেরা কিছু ব্যাটসম্যানদের নিয়ে কাজ করাটা আমার জন্য অবশ্যই কঠিন। তবে, এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। ’
২০০৮ সালে প্রথমশ্রেণির ক্রিকেট থেকে বিদায় নেন হিক। এর আগে ১৩৬টি শতকের মালিক এই ইংলিশ ব্যাটসম্যান করেছেন ৪১ হাজারেরও বেশি রান। ২০২০ সাল পর্যন্ত অজিদের সঙ্গে কাজ করার কথা রয়েছে তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে সিরিজে অংশ নেবে অজিরা। সিরিজে পাঁচটি ওয়ানডে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি