ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সেই হেলিকপ্টার থেকে নামার পর গ্রুপ ছবি তোলেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, সেপ্টেম্বর ১৬, ২০১৬
সেই হেলিকপ্টার থেকে নামার পর গ্রুপ ছবি তোলেন সাকিব হেলিকপ্টারটি থেকে নেমে ক্যামেরাবন্দি হন সাকিব আল হাসান ও তার সঙ্গীরা

ঢাকা: কক্সবাজারের উখিয়ায় যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটিতে বহন করা হয়েছিল বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে তার আগেই নেমে পড়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

হেলিকপ্টার থেকে নামার পরই গ্রুপ ছবি তোলেন সাকিব। মূলত বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে সেখানে গিয়েছিলেন টাইগার ক্রিকেটার। এতে তার পাশে ছিলেন আরও দুইজন, যারা ঈগল-বি এজেন্টের দুই কর্মকর্তা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ইনানি সৈকতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায়।  তবে নিরাপদেই আছেন সাকিব।

***সাকিবকে নামিয়েই বিধ্বস্ত হেলিকপ্টার
***হেলিকপ্টার বিধ্বস্তে আহত এক যাত্রীর পলায়ন
***উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, আহত যাত্রীর মৃত্যু
***উখিয়ায় বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ