ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আলহামদুলিল্লাহ ভালো আছি: সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
আলহামদুলিল্লাহ ভালো আছি: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের যাত্রী ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তাকে নামিয়েই ফেরত যাওয়ার সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এরপর সাকিব জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তার পরপর সাকিব বলেন, ‘‌‘আমি নিরাপদে আছি। কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি’’।

ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে এভাবেই নিজের কথা জানান এই টাইগার ক্রিকেটার।

প্রাইভেট হেলিকপ্টারটি ঢাকায় ফেরার পথে বিচের কিছু দূরে বিধ্বস্ত হয়। প্রাণে বেঁচে যান সাকিব ও তার সঙ্গে শুটিংয়ে অংশ নিতে যাওয়া নাফিজ মোমেন।  

ইনানি বিচে ল্যান্ডের পর এজেন্ট মোমেন ফেসবুকে স্ট্যাটাস দেন, আমরা নিরাপদেই পৌঁছেছি।

তবে সাকিব ও নাফিজ আহমেদ প্রাণে বেঁচে গেলেও ‍নিহত হয়েছেন আরোহীদের একজন আর আহত হয়েছেন ওই হেলিকপ্টারের পাইলটসহ আরও চারজন।

***সাকিবকে নামিয়েই বিধ্বস্ত হেলিকপ্টার
***হেলিকপ্টার বিধ্বস্তে আহত এক যাত্রীর পলায়ন
***উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, আহত যাত্রীর মৃত্যু
***উখিয়ায় বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।