ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ইংলিশদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
টাইগারদের বিপক্ষে ইংলিশদের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে জস বাটলার আর টেস্টে অ্যালিস্টার কুককে অধিনায়ক করে দুই ফরমেটের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

সীমিত ওভারের ১৫ সদস্যের দল হলেও টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ১৭ ক্রিকেটারকে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুই ফরম্যাটের দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার জমজমাট লড়াই দেখার আশায় রয়েছে ক্রিকেট বিশ্ব। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

বাংলাদেশ সফর দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে চেয়েছিলেন তারকা ব্যাটসম্যান ইয়ান বেল। দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে এই ইংলিশকে বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়নি। তবে, দীর্ঘ ১১ বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন সারের দলপতি গ্যারেথ বাট্টি। এছাড়া, জায়গা হয়েছে ওপেনিংয়ে ব্যাট হাতে নামা বেন ডাকেটের। কাউন্টিতে দুর্দান্ত খেলেই টাইগারদের বিপক্ষে সুযোগ পেয়েছেন তারা।

এদিকে, সাদা পোশাকের স্কোয়াডে রাখা হয়েছে ল্যাঙ্কাশায়ারের তরুণ তারকা ওপেনার ১৯ বছর বয়সী হাসিব হামিদ এবং সারের অলরাউন্ডার জাফর আনসারীকে।

বাংলাদেশ সফরে ইংলিশদের দল:
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারী, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বাট্টি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** উপমহাদেশে ফিরতে মরিয়া ইয়ান বেল
** মরগানের পাশে নতুন দলপতি বাটলার
** বাংলাদেশে আসবেন নাসের হুসাইন
** বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিআরএস
** মরগানের পথ ধরে বাংলাদেশ সফরে আসছেন না হেলস
** ‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!
**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।