ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টিভ রোডস-কলিংউডরাও আসবেন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
স্টিভ রোডস-কলিংউডরাও আসবেন বাংলাদেশে ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইসিবি। দল ঘোষণার আগে সফরকারী দলটির কোচিং স্টাফে নতুন যোগ করা হয়েছে ইংলিশ সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্টিভ রোডসকে।

ওয়ানডে দলের সঙ্গে আসবেন ইংলিশদের সাবেক তারকা ক্রিকেটার পল কলিংউড।

৫২ বছর বয়সী স্টিভ রোডস ইংলিশদের সঙ্গে তিন সপ্তাহের জন্য কাজ করবেন। বর্তমানে তিনি ওরচেষ্টারশায়ার ক্রিকেটের ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

ইংলিশদের এই নতুন কোচিং স্টাফ বাংলাদেশে আসবেন ১০ অক্টোবর। প্রথম টেস্ট শুরুর দশ দিন আগেই তিনি আসবেন বলে জানিয়েছে ইসিবি। ২০ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ইংলিশরা।

মিরপুরে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ০২ নভেম্বর বাংলাদেশ থেকে স্টিভ রোডসকে দেশে ফেরার জন্য বলা হয়েছে। এরপর তিনি ওরচেষ্টারশায়ারের শীতকালীন অনুশীলন প্রোগ্রাম পরিচালনা করবেন।

বাংলাদেশ সফরে কোচিং স্টাফে যুক্ত হওয়ার খবরে স্টিভ রোডস জানান, জাতীয় দলের সঙ্গে কাজ করতে সুযোগ পাওয়ায় ভালো লাগছে। যদিও সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে জাতীয় দলের সঙ্গে থাকতে হবে, তারপরও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করার আলাদা গুরুত্ব আছে। আমি সেখানে নতুন কিছু শিখতে পারবো। যা আগামীর জন্য আমার কাজে লাগবে।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশে আমি জাতীয় দলের বেশ কিছু বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে কাজ করবো। সেখানে অন্যান্য কোচিং স্টাফরাও থাকবেন। দলকে যতটুকু সম্ভব সাহায্য করতে আমি প্রস্তুত। অন্যরাও তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে।

এদিকে, সাবেক ইংলিশ ক্রিকেটার পল কলিংউডকে ওয়ানডে দলের কোচিং স্টাফে নিয়োগ দেওয়া হয়েছে। তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। কলিংউডের সঙ্গে প্রধান কোচ ট্রেভর বেইলিসের সঙ্গে কাজ করবেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ অ্যান্ডি হ্যারি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।