ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। নতুন মুখ হিসেবে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার কারসিক উইলিয়ামস।
আগামী ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান।
আসন্ন এই সিরিজে একান্ত ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করেন রাসেল। ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে রাসেলের পরিবর্তে দলে এসেছেন ২৬ বছর বয়সী উইলিয়ামস।
উইলিয়ামস এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের আসরে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছিলেন। শিরোপা জেতা দলটির হয়ে ১৭টি উইকেটও দখল করেন এই পেসার। পরের মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড একাদশের হয়ে খেলবেন তিনি।
ইতোমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা ক্যারিবীয়ানরা ক্রিস গেইল এবং লেন্ডল সিমন্সকে বাইরে রেখেছে। নির্বাচক কমিটির সঙ্গে দ্বন্দ্বে গেইল না থাকলেও সিমন্স পুরোপুরি ফিট না থাকায় দলে নেই।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি