ঢাকা: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এবারও অংশ নেবে ঢাকা মেট্রো ও দেশের সাতটি বিভাগসহ আটটি দল।
এদিকে আগামী তিন সপ্তাহ বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ নিয়ে। ২৫ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের সঙ্গে আরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে টাইগারদের।
ওয়ানডে সিরিজ শেষে ইংলিশদের সঙ্গে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যাদের টেস্ট দলের জন্য বিবেচনা করা হচ্ছে তাদের সবাইকে রাখা হয়েছে জাতীয় লিগের দলগুলোতে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতেই তাদের এনসিএলে সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গত মৌসুমে প্রথমবারের মতো জাতীয় লিগে চালু হয় অবনমন পদ্ধতি। লিগ পদ্ধতির প্রতিযোগিতায় প্রথম টায়ারের শেষ দল রংপুর দ্বিতীয় টায়ারে নেমে গেছে। আর দ্বিতীয় টায়ারের প্রথম দল বরিশাল প্রথম টায়ারে উন্নীত হয়েছে।
চলতি মৌসুমে প্রথম টায়ারের দলগুলো হচ্ছে-বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ।
দ্বিতীয় টায়ারের দলগুলো হচ্ছে-রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি