ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২১ সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এ সিরিজের তারিখ আরও আগে নির্ধারণ হলেও ম্যাচ শুরুর সময় নির্দিষ্ট ছিলো না।
ঢাকায় এসে ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো মিরপুরে। প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে।
এই সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি