ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তবুও ভারত সফরে মরগানের নেতৃত্ব চান স্ট্রাউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
তবুও ভারত সফরে মরগানের নেতৃত্ব চান স্ট্রাউস ইয়ন মরগান-ছবি:সংগৃহীত-

ঢাকা: বাংলাদেশে ইংল্যান্ডের আসন্ন সফর নিয়ে জল কম ঘোলা করেননি সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। শেষ পর্যন্ত নিরাপত্তার অজুহাতে সফর থেকে নিজেকে প্রত্যাহারই করে নিয়েছেন তিনি।

তার সঙ্গে আসছেন না ওপেনার অ্যালেক্স হেলসও।

তবে ইসিবি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস আগেই জানিয়েছিলেন, সফর না করলে ভবিষ্যতে ক্যারিয়ার ঝুঁকিতে পারতে পারে। কিন্তু বাংলাদেশের পর ইংল্যান্ডের ভারতর সফরে আবার সেই মরগানের ওপরই নেতৃত্ব আশা করছেন তিনি।

ইংলিশদের সর্বশেষ ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে মরগানের নেতৃত্বে সাতটিতেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এক সাক্ষাতকারে মরগান ও হেলস প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি তাদের সম্পর্কে পাল্টা কোনো অভিযোগ করছি না। এমন না যে তারা ব্ল্যাক-লিস্টে পড়ে যাচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘গত ১২ মাসে তারা দলের হয়ে দুর্দান্ত খেলেছে। বিশেষ করে মরগানের নেতৃত্ব ছিল অসাধারণ। যদিও বাংলাদেশ সিরিজের পরে আমারা তাদের দলে থাকা নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দিতে পারি না। এমনও হতে পারে তাদের জায়গায় যারা খেলবে, তারা দারুণ কিছু করে দেখালো। তবে আমার মতে মরগান আবারও অধিনায়ক হিসেবে ফিরে আসুক। আর হেলস দলের পরবর্তী নির্বাচনে থাকুক। ’

বাংলাদেশ সফর শেষে ইংলিশরা ভারত সফর করবে। সেখানে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিও খেলবে ইংলিশরা। আর আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।