ঢাকা: পাঁজরের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে কানপুরে তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথমটিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। তবে ৩০ সেপ্টেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্টে দলে ফেরার আশা করছেন তিনি।
গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান ডানহাতি তারকা নিশাম। ফলে মুম্বাইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাঁচ ওভার বল করলেও ব্যাট হাতে নামতে পারেননি তিনি।
এমন আকস্মিক ইনজুরি নিশামকে আরও পিছিয়ে দিল। কারণ গত নভেম্বরের পর থেকে তিনি আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আর ভারত সফরে দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়লেন তিনি। এর আগে ইনজুরিতে পড়ে দেশে ফেরত গেছেন ফাস্ট বোলার টিম সাউদি। তার পরিবর্তে ম্যাট হ্যানরিকে নেওয়া হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট।
প্রথম টেস্টের জন্য কিউই দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রঞ্চি, মিচেল স্ট্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস