ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৩ সদস্যের বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে আইসিসির আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেলেই স্কোয়াডে যোগ হবেন তিনি।
সেক্ষেত্রে তাসকিনকে নিয়ে টাইগারদের স্কোয়াড হবে ১৪ সদস্যের।
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণার পর সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা তাসকিনের বোলিং পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। আজই ফলাফল আসার কথা। ইতিবাচক হলে স্কোয়াডে যোগ হবেন তাসকিন। অন্যথায় অন্য কোনো পেসারকে দলে অর্ন্তভূক্ত করা হবে। আমাদের হাতে একটি অপশন রাখা আছে। ’
গত ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ল্যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। দুই সপ্তাহের মাথায় তার বোলিং পরীক্ষার ফল আসার কথা।
ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে। পরে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হলে তাসকিন-সানি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষাও তারা দিয়েছেন একসঙ্গেই।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি