ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বছর পর ফিরে আপ্লুত শফিউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
তিন বছর পর ফিরে আপ্লুত শফিউল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ‘অনেকদিন পর দলে ফিরেছি তাই দারুণ লাগছে। মাঝখানে ইনিজুরি ছিল বলে দলে জায়গা পাইনি।

এবার আফগানিস্তান সিরিজ দিয়ে ফিরলাম। তাই বেশ আনন্দিত। ’ বলছিলেন তিন বছর পর জাতীয় দলে ফেরা টাইগার পেসার শফিউল ইসলাম।

ডানহাতি মিডিয়াম পেসার শফিউল ইসলামকে ওয়ানডেতে বল হাতে সব শেষ দেখা গিয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০১৪ সালে। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

আর বাংলাদেশ দলের মূল স্কোয়াডে তিনি সবশেষ ছিলেন ২০১৫ সালে ‍অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। তবে পরিবর্তিত প্লেয়ার হিসেবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আল আমিনকে দেশে পাঠিয়ে দেয়া হলে তার বদলি হিসেবে তিনি যান। যদিও বল হাতে তার মাঠে নামা হয়নি।
 
এরপর ইনজুরি তাকে মাঠ থেকে দূরে সরিয়ে রেখেছিল। তবে এই অমানিশা কাটিয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে আবারো দলে ফিরলেন এই অভিজ্ঞ মিডিয়াম পেসার।
 
ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পে গেল দুই মাসের কঠোর অনুশীলনকেই দলে ফেরার মূল কারণ হিসেবে দেখেন শফিউল,  ‘গত দুই মাস আমাদের যে ফিটনেস ক্যাম্প ও স্কিল ট্রেনিং হয়েছে সেখানে আমার ফিটনেস ও স্কিল ট্রেনিংটা সন্তোষজনক ছিল বলেই দলে জায়গা পেয়েছি। ’
 
আফগানদের বিপক্ষে ১৩ জনের দলে জায়গা পাওয়া শফিউল সেরা একাদশে থাকতে পারলে বল হাতে জ্বলে উঠার প্রত্যয় ব্যক্ত করেন,  ‘যদি ম্যাচ খেলি তবে  অবশ্যই ভালো করার ইচ্ছা আছে। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। ’   
 
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫২ ম্যাচে ৫৮টি উইকেট তুলে নিয়েছেন ২৬ বছর বয়সী শফিউল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।