ঢাকা: ভারত নিজেদের ইতিহাসে খেলে ফেললো ৫০০তম টেস্ট। ম্যাচে ঘরের মাঠ কানপুরে নিউজিল্যান্ডকে তারা ১৯৭ রানের বড় ব্যবধানে হারায়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) স্যোসাল মিডিয়ায় দেওয়া এই ভোটের ফলাফল জানানো হয়। এই দলে আশি’র দশকের রয়েছে দুই জন ক্রিকেটার। এরা হলেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব ও সুনিল গাভাস্কার। এছাড়া এই দলে মূলত আধিপত্য বিস্তার করেছেন ৯০’র ক্রিকেটাররাই। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে যুবরাজ সিংয়ের নাম বিস্মিতই করেছে।
সবচেয়ে বেশি ৯৬ শতাংশ ভোট পেয়েছেন রাহুল দ্রাবিড়। তালিকায় এর পরের সর্বোচ্চ ভোট পেয়েছেন অনিল কুম্বলে (৯২), কপিল দেব (৯১) ও মাহেন্দ্র সিং ধোনি (৯০)। ধোনিকে আবার স্বপ্নের এই দলের অধিনায়কও করা হয়েছে। লিটল মাস্টার শচীন টেন্ডুলকার পেয়েছেন ৭৩ শতাংশ ভোট।
ভারতীয় টেস্ট একাদশ (সমর্থকদের ভোটে নির্বাচিত): সুনিল গাভাস্কার, বিরেন্দর শেওয়াগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষন, কপিল দেব, মাহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জহির খান, যুবরাজ সিং (দ্বাদশ ক্রিকটার)।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস