ঢাকা: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২০৯ রানে লক্ষ্যে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান। আর সহজ এই লক্ষ্য অতিক্রম করতে গিয়ে বেশ নির্ভার খেলছেন কোচ লালচান্দ রাজডুতের শিষ্যরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতিবাচক শারিরীক ভঙ্গি নিয়ে বেশ স্বাচ্ছন্দে খেলে যাচ্ছে আফগানিস্তান। তবে আফগানদের এখনও ভয়ের কোন কারণ নেই। কেননা উইকেটে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী ও অধিনায়ক আসগার স্তানিকজাই। দু’জনই এমন ঠান্ডা মাথায় ব্যাট করছেন যে আউট হবার কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বেশ দেখেশুনে খেলছেন। যে বলটি খেলা প্রয়োজন ঠিক সেবলটিই খেলছেন। আর যেটি ছেঁড়ে দেয়া প্রয়োজন দিচ্ছেন ছেঁড়ে।
স্বল্প সংগ্রহের ম্যাচ হলে যা হয় তাই হচ্ছে। রান কম হওয়ায় কোন তাড়াহুড়া নেই তাই ঝুঁকিপূর্ণ শট খেলার প্রয়োজনও মনে করছেন না ব্যাটম্য্যানেরা। টাইগারদের সংগ্রহ যদি ২৫০ রানও হতো তাহলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন রকম হতে পারতো।
ম্যাচের চিত্র এখনও পাল্টানো সম্ভব। আর সেজন্য প্রয়োজন এই দুই ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করা। টাইগার বোলারদের দুটি ভাল ডেলিভারিই পারে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ বাংলাদেশের অনুকুলে এনে দিতে।
কিন্তু কে পারবেন লাল-সবুজের সেই মাহেন্দ্রক্ষণ এনে দিতে? মিরপুরের এই স্লো উইকেটে স্পিন যেখানে সব চাইতে বেশি কার্যকর সেই দলের নিয়েমিত স্পিনারদের দুজনের ওভারই প্রায় শেষ।
সাকিব ৭ ওভার শেষ করেছেন যদিও তিনি ৩ উইকেট পেয়েছেন। তার বাকি আছে মাত্র তিনটি ওভার। তাইজুল ইসলাম শেষ করেছেন তার ৮ ওভার কোন উইকেট পাননি।
বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেটটি শিকার করেছেন অনিমিয়মিত অভিষিক্ত মোসাদ্দেক হোসেন। ব্রেক থ্রুর আশায় মাশরাফি এই ম্যাচে ব্যবহার করেছেন অনিয়মিত স্পিনার সাব্বির হোসেনকেও। দুই ওভার শেষে সাব্বিরও আছেন উইকেটশূণ্য।
পরিতাপের বিষয় হলো টাইগার পেসাররা কেউই সফল হননি। প্রথম ওয়ানেডেতে যেখানে পেসারদের বল থেকে ৭টি উইকেট এসেছিল সেখানে আজ সেই মাশরাফি, তাসকিন ও রুবেল হোসেন আছেন উইকেট শূণ্য। তবে এখনও পর্যন্ত সব চাইতে হিসেবি বোলার মাশরাফি। ৫ ওভার বল করে দিয়েছেন মাত্র ১১ রান। তাসকিন ২ ওভারে ১৫ রান আর রুবেল হোসেন ১ ওভারেই দিয়েছেন ১৩ রান।
এদিকে টাইগারদের প্রায় ধরে ফেলেছে আইসিসি’র সহযোগি দেশ আফগানিস্তান। এই ম্যাচ হেরে গেলে কি হবে সেই চিন্তায় দেশের ক্রিকেট ভেক্ত থেকে শুরুকরে বিশেষজ্ঞরাও। কি হবে? পারবে তো বাংলাদেশ? সেই প্রহরের অপেক্ষায় লাল সবুজের কোটি কোটি ক্রিকেট প্রেমি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস