ঢাকা: দারুণ টস ভাগ্য নিয়ে যে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে একথা বলতেই হচ্ছে। কেননা গেল ৭ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জশ বাটলার।
৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই ভেন্যুতে টস জেতে ইংলিশরা। এবার আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাটলার। তবে এই ম্যাচে টস জিতলেও ম্যাচ জয়ের শেষ হাসি হাসতে পারেনি সফরকারী দলটি। টাইগারদের কাছে ২১ রানে হেরে গেলে সিরিজ ১-১ এ সমতায় ফেরে।
অবাক করার ব্যাপার হলো, বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচেও টস জিতেছে ইংল্যান্ড। আগের ম্যাচের মতোই আগে ফিল্ডিংয়ে নেমেছে ইংলিশরা। ।
টস জয় তো হলো, এবার দলটি সিরিজ জয়ের শেষ হাসি হাসবে নাকি ঘরের মাঠে টানা সপ্তম ওডিআই সিরিজ জিতবে টাইগাররা সেটিই এখন দেখার পালা!
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম