ঢাকা: বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মিরপুর একাডেমি মাঠে ঢুকতেই চোখে পড়লো ব্যাটে-বলে দারুণ ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক জাহানার ও পেসার ছন্দা বোলিং মার্কে দাঁড়িয়ে।
ওদিকে নেটে ব্যাট হাতে ব্যস্ততা দেখা গেল টপ অর্ডার থেকে শুরু করে একেবারে টেলএন্ডারদেরও। রুমানা, ফারহানারা যতক্ষণ নেটে ব্যাট চালালেন তারচাইতে এতটুকু কম তো নয়ই বরং বেশি সময় ধরে ব্যাট করলেন লোয়ার অর্ডারের খাজিতুল কুবরা ও নাহিদা। অধিনায়ক জাহানারার সাথে কথা বলে জানা গেল, নভেম্বর থেকে ব্যাংককে শুর হওয়া এশিয়া কাপকে সামনে রেখেই তাদের এমন অনুশীলন।
এশিয়ার নারী ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সামিল হতে তিনদিন হলো অনুশীলন ক্যাম্প শুরু করেছেন লাল-সবুজের প্রমিলা ক্রিকেটাররা। সকাল-বিকাল প্রতিদিন দুই সেশন করে চলছে তাদের অনুশীলন।
ক্যাম্পের প্রথম দিনই দিয়েছেন ফিটনেস টেস্ট যা সন্তোষজনক পর্যায়ে ছিল। এখন চলছে ফিটনেসের আরও উন্নতির চেষ্টা সাথে স্কিল ট্রেনিংও। তবে সব কিছু ছাপিয়ে অনুশীলনের মূল ফোকাসটি টেল এন্ডারদের ব্যাটিংয়েই থাকছে বলে জানালেন জাহানারা।
‘আমাদের ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। গত দু’দিনের অনুশীলনে আমরা নেট ব্যাটিংয়েই বেশিরভাগ সময় কাটিয়েছি। বিশেষ করে যারা টেলএন্ডার আছে তারাও ব্যাটিংয়ে কঠোর অনুশীলন করছে। টপ অর্ডারদের চাইতে কোন অংশেই কম সময় আমরা ব্যাটিংয়ে ব্যয় করছি না। শুরু থেকে আমাদের স্পট বোলিংটাও চলছে। ’
তবে এশিয়ার কাপের ফরমেটটি টি-২০ হওয়ায় বেশিই সতর্ক মনে হলো জাহানারাকে। আর সেজন্যই বোধ হয় প্রস্তুতিটাও বেশ আটঘাট বেঁধেই নিচ্ছেন টাইগ্রেস দলপতি ও তার সতীর্থরা, ‘টি টোয়েন্টিতে কোন কিছুই অসম্ভব না। আগেই বলা যায় না কে ভাল খেলবে আর কে খারাপ খেলবে। দেখা যাচ্ছে, এখানে যারা বাছাইপর্ব খেলে আসবে তারাও যে কোন দলকে ধরিয়ে দিতে পারে। যে কোন সময়েই ম্যাচের মোড় ঘুড়ে যেতে পারে। যেভাবে অনুশীলন চলছে এভাবে শেষ পর্যন্ত করতে পারলে আমাদের দুর্বলতা কমে আসবে। ’
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। বাছাইপর্ব উতরে আরও একটি কিংবা দুটি দেশ অংশ নেবে যা এখনো চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে হতে পারে পাঁচটি কিংবা ছ’টি। দেশ যে কটাই হোক না কেন টুর্নামেন্টে ভাল ফলাফলই জাহানারার মূল লক্ষ্যে পরিণত হয়েছে।
পাশাপাশি আরেকটি লক্ষ্যেও তাকে বেশ অটুট মনে হলো, আর সেটি হলো পাকিস্তান বধ, ‘আমরা সব সময়ই পাকিস্তান থেকে পিছলে আসছি। কখনওই ওদের হারাতে পারছি না। তো এবার চেষ্টা আছে পাকিস্তানকে হারানোর। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগেও আমরা জয় পেয়েছি, তারপরেও চাচ্ছি এশিয়া কাপে হারাতে। আর ভারতও আমাদের সামনে অনেক শক্তিশালী দল কিন্তু ছাড় দেয়ার সুযোগ নেই। আমরা ভালো খেলেই ভালো ফলাফল আনার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এইচএল/এমআরএম