ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের আগস্টে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের। তার আগে অতিথি দলগুলোকে কী ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল।

ইংল্যান্ড দলকে বাংলাদেশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে ঢাকায় আগমণ তার।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল গত বছরের অক্টোবরে। কিন্তু নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে দেখিয়ে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া। এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। টেস্ট সিরিজের নতুন সূচি হিসেবে আগামী বছরে আগস্টকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

তাই নিরাপত্তার ব্যাপারে আরও বেশি ওয়াকিবহাল হতে চলমান সিরিজেই চলে এলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এ কর্মকর্তা।

ক্যারলের বাংলাদেশ সফরে আশাবাদী হচ্ছেন বিসিবির প্রধাননির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রিকইনফোকে দেয়া মন্তব্যে তিনি বলেন, ‘এটা দারুণ ইঙ্গিত, এর মানে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চায় এবং আগামী বছরে সফরে আসার ব্যাপারে ইতিবাচক। ’ 

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।