মিরপুর থেকে: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা দেখতে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন হাজার খানেক দর্শক। চট্টগ্রামের মতো রোমাঞ্চকর লড়াই দেখতে তপ্ত রোধ মাথায় নিয়ে অপেক্ষা তাদের।
টেস্টের প্রতিটি দিন, প্রতিটি সেশনই, প্রতিটা ঘন্টাই গুরুত্বপূর্ন। তাইতো খেলা শুরুর আগেই রাজধানীর বনশ্রী থেকে মাঠে এসেছেন মোহাম্মদ হাসান, রিজভী আহমেদ ও হাসান সুমন। এ তিন বন্ধু গতকাল (২৮ অক্টোবর) ম্যাচের প্রথম দিনও উপভোগ করেছেন। স্টেডিয়ামের উত্তর গ্যালারিতে বসা এ তিন ‘ক্রিকেটপাগলের’ সঙ্গে কথা হলো সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে।
মোহাম্মদ হাসান মনে করেন স্পিনারদের পাশাপাশি পেসাররা যদি একটু ভূমিকা রাখতে পারতো তাহলে ইংল্যান্ডের স্কোরটা আরও ছোট হতো, ‘ওদের বেশ কিছু সুইং পেস বোলার আছে। আমাদের ১০টা উইকেটই নিতে হয় স্পিনারদের দিয়ে। পেসারারা ৩-৪ টা উইকেট নিয়ে যদি হেল্প করতো প্লাস পয়েন্ট হতো। আমাদের স্পিনারদের পাশাপাশি পেসে ভালো করা যেত তাহলে আরও বেশি চাপে রাখা যেত ইংল্যান্ডকে। পেসাররা যদি একটু সাহায্য করতো। আমাদের স্পিনারদের জন্য বেশি প্রেসার দেওয়া হয়ে যাচ্ছে। ’
রিজভীর আশা প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচটা নিজেদের করে নেবে বাংলাদেশ। এ জন্য দ্বিতীয় ইনিংসে প্রফেশনাল ক্রিকেট খেলতে হবে, ‘ওদের লোয়ারঅর্ডার, টেলএন্ডাররা খুব প্রফেশনাল আমাদের চেয়ে। পাঁচ-ছয়টা উইকেট পড়ে গেলেও ওরা ঠিকই কামব্যক করে। আমাদের সমস্যা হলো টেম্পারমেন্ট রাখতে পারি না। ওরা রেগুলার বেসিস টেস্ট ম্যাচ খেলে। আমরা ১৩-১৪ মাস পর টেস্ট ম্যাচ খেলে টেস্টের যে ‘ওয়ে অব প্যাটার্ন’ সেটা আমরা বুঝি না। টেস্টের বেশ কিছু ব্যাপার আছে। দেখা যায় আমরা শটস এবং ব্লক খেলি। এর মাঝে যে কিছু শটস আছে যেমন জেন্টেল পুশ-এটা আমরা কম খেলি। ’
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসকে/এমআরএম