ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়াচ্ছে মজার ক্রিকেট ‘লাস্টম্যানস্ট্যান্ডস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
মাঠে গড়াচ্ছে মজার ক্রিকেট ‘লাস্টম্যানস্ট্যান্ডস’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাঠে গড়াচ্ছে নতুন এবং মজার ফরমেটের এইট-এ-সাইড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, লাস্টম্যানস্ট্যান্ডস ঢাকা লিগের চতুর্থ আসর। দেশের ১৬টি কর্পোরেট হাউজের অংশগ্রহণে ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা: মাঠে গড়াচ্ছে নতুন এবং মজার ফরমেটের এইট-এ-সাইড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, লাস্টম্যানস্ট্যান্ডস ঢাকা লিগের চতুর্থ আসর। দেশের ১৬টি কর্পোরেট হাউজের অংশগ্রহণে ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

লাস্টম্যানস্ট্যান্ড হলো, একেবারে শেষ ব্যাটসম্যানের লড়াই। অনেকটা একাদশ ব্যাটসম্যানের ব্যাটিংয়ের মতো। এইট-এ-সাইড ম্যাচে ৭ ব্যাটসম্যান আউট হলেই যেখানে অলআউট হওয়ার কথা, সেখানে সেই কাজটি করতে হলে আট নম্বর ব্যাটসম্যানকে আউট করতে হবে। আর আট নম্বরে যিনি ব্যাটিং করবেন তিনি কোনো সিঙ্গেল রান নিতে পারবেন না। তাকে অবশ্যই ডাবল, চার কিংবা ছয় নিতে হবে। এখানে ৫ বলে হয় এক ওভার।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মজার এই টুর্নামেন্টের চতুর্থ আসর উপলক্ষে রাজধানীর এক রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, দেশ বরেণ্য ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল, লাস্টম্যানস্ট্যান্ডস ডট কমের ব্যবস্থাপনা পরিচালক রিফাতুল ইসলাম ও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রেডিও ফুর্তির সিইও রেজাউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘লাস্টম্যানস্ট্যান্ডস খুবই মজার একটি সংস্করণ। আমি নিজেই এই টুর্নামেন্ট খেলতে নেপালে গিয়েছি এবং আমার উপলব্ধি হয়েছে যে টুর্নামেন্টটি ক্রিকেটীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ’ 
 
কর্পোরেট হাউসগুলোর পাশাপাশি দেশের প্রথম বিভাগের দলগুলোকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করলে ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আশরাফুল।  

অঘোর মন্ডল বলেন, ‘বিবর্তনের মধ্য দিয়ে চলছে ক্রিকেট। টেস্ট ক্রিকেটের বাইরে এক সময়ে যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টিকে তেমন গুরুত্বই দেয়া হতো না আজ আমরা এই দুই ফরমেটের বিশ্বকাপ দেখছি। হয়তোবা এমন দিন আসতে পারে যেদিন দেখবো এই লাস্টম্যানস্ট্যান্ডসেরও বিশ্বকাপ হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।